রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ০৯:২০, ২২ সেপ্টেম্বর ২০২০

অনলাইনেই করা যাবে মোটরসাইকেল রেজিস্ট্রেশন

অনলাইনেই করা যাবে মোটরসাইকেল রেজিস্ট্রেশন

ফাইল ছবি


বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেবা সপ্তাহ ২০ সেপ্টেম্বর থেকে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ সময়ে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদান করা হবে।

রোববার নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিআরটিএ আয়োজিত এ বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

এ সময় সেতুমন্ত্রী বলেন, বিআরটিএকে সত্যিকার অর্থে সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। সেবা সহজীকরণে ও গ্রাহকদের সুবিধার্থে দেশের যেকোনো সার্কেল অফিস থেকে যানবাহনের ফিটনেস সনদ গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে সরকার।

এদিকে, বিশেষ সেবাসমূহ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব সার্কেল অফিসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রাহকরা নিতে পারবেন বলে জানানো হয়েছে। 

আলোকিত রাঙামাটি