রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

জাবেদ মোহাম্মদ নূর

প্রকাশিত: ১৮:১৮, ১৪ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

অপেক্ষার কিছু পরিণয়...

অপেক্ষার কিছু পরিণয়...

সে এক বিবর্ণ ঘুড়ি
বলা নেই কয়া নেই ডিগবাজি খায়
আবার নিচে নেমে আসে
বাঘেট হয়েছে সে তার আকাশে, খুন আক্রশে।

এদিকে বাতাসে তুলেছি পাল
নদীতে নেই ঢেউ, রাঙা পায়ে
তুমি কেন ইতস্তত করো, তোমারতো নেই কেউ!
ও গোলাপ কেন তুমি থেকে যাও
রোদ পোড়া আঙিনায়
আর অপেক্ষা কতো!
রোজ সরাবে ঠোঁট পুড়ে যায়।

তুমি বুঝি ঢেউয়ের পরিবারের কেউ
রোজ ভাঙ্গো রোজ গড়ো
নিলজ্জ বাতাস ও তোমায় দেয় তাল
তালে তালে তুমি আবরন মুক্ত করো
বলো, আর কতো ভাঙ্গবে আমায়?
আর কতো কাল বলবে অপেক্ষা কর... অপেক্ষা কর।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ