রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

জাবেদ মোহাম্মদ নূর

প্রকাশিত: ১৬:৪৯, ১৭ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

অবাক রক্ষী

অবাক রক্ষী

দক্ষিণা বাতাসে কি সুর যে আজ বাজে
শীতল হাওয়া লু্প্ত আজ কার খুঁজে?
বৃক্ষ কি করে আজ নতুন পাতা মেলে
রহস্য যুক্ত হয়ে আজ কে খেলে চলে
চুপে চুপে এ সমীরনের সন্দিক্ষনে।

তবু ও এ বাতাস আশ্চার্য মনে হয় 
বৃন্ত কুসুম পদদলিত হয়ে রয়
পদ্ম আজ ফুটিছে গো কোন বুনো বনে
পলাশ আজ অব্দি রয়েছে কাছাকাছি
কি করে হয় তারা আজ মঙ্গলাকাঙ্ক্ষী।

শাপলা কেন আজ মনস্বী হয়ে থাকে
শিমুল পার্শ্ব ফিরে ঝিলে, বকের ঝাঁকে 
কে আজ খুঁজে কাকে কার দারস্ত হয়ে 
সব হয়ে যায় মিছে সে অবাক রক্ষী।

আলোকিত রাঙামাটি