রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:০৯, ৬ মে ২০২০

অবেশেষে রাঙামাটিতেও করোনার হানা, একদিনেই শনাক্ত ৪ জন

অবেশেষে রাঙামাটিতেও করোনার হানা, একদিনেই শনাক্ত ৪ জন

ফাইল ছবি


নিজস্ব প্রতিবেদকঃ- শেষ পর্যন্ত রাঙামাটিতে ৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। রাঙামাটি সির্ভিল সার্জন ডা. বিপাশ খীসা এই তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, গত ২৯ এপ্রিল তাদের নমুনার রিপোর্ট চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হয়েছিল।

এর মধ্যে বুধবার (৬ মে) দুপুরে এই চার জনের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানানো হয়েছে। এই চারজন রোগী মধ্যে, রাঙামাটি রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা জারিফ হোসাইন (৯ মাস), দেবাশীষ নগর এলাকা বাসিন্দা সৌরভ বড়ুয়া (১৯) এবং বাকী দুজন সদর হাসপাতাল এলাকার কামরুনাহার (৩৮) ও মো: ঈসাক (৫০) মোল্লা পাড়া হাসপাতাল এলাকার বাসিন্দা বলে জানান রাঙামাটি সিভিল সার্জন।

এর মধ্যে ৯ মাসের শিশু একজন, ১৯ বছরের যুবক, ৩৮ বছরের নারী ও ৫০ বছর বয়সী পুরুষ। আক্রান্তরা হচ্ছেন, রাঙামাটি শহরের জেনারেল হাসপাতাল এলাকার মোল্লা পাড়ায় দুইজন, দেবাশীষ নগর এলাকায় ১ জন এবং রিজার্ভ বাজার এলাকা একজন বলে জানিয়েছেন সিভিল সার্জন।

তিনি আরো বলেন, এ বিষয় নিয়ে জরুরী বৈঠক ডাকা হয়েছে। আক্রান্তদের সাথে যারা সংস্পর্শে এসেছেন তাদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে করে শহরে করোনার সংক্রমণ বাড়তে না পারে।

এই বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, আক্রান্ত ব্যক্তিরা যেখানে অবস্থায় থাকে সেই এলাকা লকডাইন করা হয়েছে। এছাড়া তাদের নমুনা আবারো চট্টগ্রামে পাঠানো হবে। তিনি বলেন, গত ২৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এক সপ্তাহ পর তাদের রিপোর্ট পাওয়া গেছে।

এদিকে, রাঙামাটি জেলায় করোনা ভাইরাস সনাক্ত হওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে সনাক্তদের বাড়ি লকডাইন করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানান এনডিসি উত্তম কুমার দাশ।

অন্যদিকে, রাঙামাটি জেলায় ২০০৫ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১৫৩৮ জন। বর্তমানে রাঙামাটিতে কোয়ারেন্টাইনে রয়েছে ৪৬৭ জন।

বুধবার (৬ মে) রাঙামাটি করোনার দায়িত্ব প্রাপ্ত ফোকাল পারসন ডাক্তার মোঃ মোস্তফা কামাল জানান, সকাল ৮টা পর্যন্ত রাঙামাটির বিভিন্ন জায়গায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৩৭৬। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে রয়েছে ৬২৯ জন। এছাড়া ১৫৩৮ জন ছাড়পত্র পেয়েছে বলেও জানান তিনি। আইসোলেশনে কোন রোগী এখনো পর্যন্ত নেই।

এদিকে রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ১৯৮ জনের নমুনা নেগেটিভ পাওয়া গেছে। বাকি ৭২ জনের নমুনার রিপোর্ট এখনো আসেনি বলে জানান তিনি।

উল্লেখ্য, করোনা ভাইরাসের আক্রান্তের জেলার মধ্যে খাগড়াছড়ি জেলার পর সর্বশেষ জেলা হলো রাঙামাটি পার্বত্য জেলা। এই নিয়ে দেশের ৬৪ জেলাটি করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লো।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়