রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

বিনোদন ডেস্কঃ-

প্রকাশিত: ১২:২৪, ৮ নভেম্বর ২০১৯

অভিনয়ে অমিতাভের ৫০ বছর, ছেলের আবেগঘন পোস্ট

অভিনয়ে অমিতাভের ৫০ বছর, ছেলের আবেগঘন পোস্ট

ছবি: সংগৃহীত


সময়ের সঙ্গে তাল মিলিয়ে বলিউডের অভিনয় জীবনের ৫০ বছরে পা দিয়েছেন অমিতাভ বচ্চন। এই বয়সেও নানা কর্মকাণ্ডে নিজেকে ভীষণভাবে ব্যস্ত রেখেছেন বিগ বি খ্যাত এই বলিষ্ঠ অভিনেতা। একদণ্ড অবসরের ফুরসত নেই তার!

আর বাবার এই বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেছেন ছেলে অভিষেক বচ্চন। ওই আবেগী পোস্টে হাজারো অনুরাগী মন্তব্য করেছেন। এতে অনেকেই অমিতাভ বচ্চনকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।

ইনস্টাগ্রামের ওই পোস্টে অমিতাভের ফেলে আসা দিনের এক সাদা-কালো ছবি শেয়ার করেন অভিষেক। সেখানে লিখেছেন, ছেলে হিসেবে নয়, একজন অভিনেতা এবং অনুরাগী হিসেবে কথাগুলো লিখছি... তোমার অভিনয় চাক্ষুষ দেখতে পেয়ে আমরা ধন্য। তোমার থেকে অনেক কিছু শেখার রয়েছে। সিনেমাপ্রেমীদের বিভিন্ন প্রজন্ম গর্বের সঙ্গে বলতে পারে, হ্যাঁ, আমরা অমিতাভের সময়ে জন্মেছি। পা (বাবা), ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৫০-এ পা রাখার জন্য তোমায় অনেক অনেক অভিনন্দন। আগামী ৫০ বছরের জন্যও অপেক্ষায় রয়েছি আমরা।

বিগ বির বলি ডেবিউ ১৯৬৯-এর ৭ নভেম্বর ‘সাত হিন্দুস্থানি’ ছবি দিয়ে। এরপর ১৯৭০-এ ‘জনজির’, ‘দিওয়ার’, ‘শোলে’-র মতো সিনেমা দিয়ে বলি টাউনে নিজের সক্ষমতার পরিচয় দেন। এরপর আর পিছনে তাকাতে হয়নি। ঝুলিতে আসতে থাকে একের পর এক ব্লকব্লাস্টার।

এই বর্ণাঢ্য অভিনয় জীবনে অমিতাভ পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকের মতো পুরস্কার। এছাড়া পেয়েছেন লাখো ভক্তের হৃদয় নিংড়ানো ভালবাসা। সূত্র- আনন্দবাজার পত্রিকা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়