রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ০৯:৫২, ৭ মার্চ ২০২০

অশ্রুসিক্ত মাশরাফীকে আবেগপ্রবণ বিদায় জানালেন সতীর্থরা

অশ্রুসিক্ত মাশরাফীকে আবেগপ্রবণ বিদায় জানালেন সতীর্থরা

অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচের শেষে সতীর্থদের থেকে অন্যরকম এক সংবর্ধনা পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সতীর্থদের এমন কাণ্ডে যেন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। চোখ জোড়া হয়ে পড়েছিল অশ্রুসিক্ত।

মাশরাফী আগেই জানিয়ে দিয়েছিলেন, অধিনায়ক হিসেবে আজ শেষবারের মতো নামবেন তিনি। তাই আগেই সিরিজ নিশ্চিত হলেও শেষ ম্যাচটা ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ১২৩ রানের বড় ব্যবধানে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

ম্যাচ শেষে সতীর্থদের সবাই নতুন জার্সি পড়ে মাঠে আসেন। সবার জার্সির পিছে ছিল মাশরাফীর নাম, জার্সি নাম্বার ছিল '২'। মাঠে যেনো তখন সবাই মাশরাফী। এছাড়া সবার জার্সির সামনে ইংরেজিতে লেখা ছিল 'Thank You Captain', যার বাংলা দাঁড়ায় ধন্যবাদ অধিনায়ক। 

এছাড়া সবাই মিলে এমন জার্সি পড়ে ছবিও তোলেন। যা মাশরাফীর প্রতি দলের সবার ভালোবাসাই তুলে ধরেছে। 

এ ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে ৫০ জয়ের রেকর্ড গড়েছেন মাশরাফী। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের বিদায়ী ম্যাচে এমন উপহার সবাইকে ছুঁয়ে গেছে এ কথা বলার অপেক্ষা রাখে না।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়