রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ০৯:২৪, ২১ জুন ২০২০

আজ বছরের দীর্ঘতম দিন, দেখা যাবে ‘রিং অব ফায়ার’

আজ বছরের দীর্ঘতম দিন, দেখা যাবে ‘রিং অব ফায়ার’

আজ দেখা যাবে ‘রিং অব ফায়ার’


উত্তর গোলার্ধের সবেচয়ে বড় দিন আজ রোববার। এই দিনকে বছরের দীর্ঘতম বা কর্কটক্রান্তি দিবসও বলা হয়ে থাকে। এদিন মহাজাগতিক দৃশ্য সূর্যগ্রহণ দেখা যাবে। এটাই এ বছরের প্রথম সূর্যগ্রহণ।

আজ চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারবে না। তাই বিজ্ঞানীরা এবারের সূর্যগ্রহণের নাম দিয়েছেন নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’।

আবহাওয়া অধিদফতর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সূর্যগ্রহণ ঢাকার আকাশে দেখা যাবে বেলা ১১টা ২৩ মিনিটের দিকে। ওই সময় থেকে শুরু হয়ে এ সূর্যগ্রহণ চলবে দুপুর ২টা ৫২ মিনিট পর্যন্ত। সবচেয়ে বেশি গ্রহণ দেখা যাবে দুপুর ১টা ১২ মিনিটে। এ সময় প্রায় পুরোটাই চাঁদের আড়ালে থাকবে সূর্য। সূর্যগ্রহণের স্থায়িত্ব হবে ৩ ঘণ্টা ২৯ মিনিট।

এছাড়া দেখা যাবে ময়মনসিংহ বিভাগে বেলা ১১টা ২৩ মিনিট, চট্টগ্রামে ১১টা ২৮, সিলেটে ১১টা ২৭ মিনিট, খুলনায় ১১টা ২০ মিনিট, বরিশালে ১১টা ২৩ মিনিট, রাজশাহীতে ১১টা ১৭ মিনিট ও রংপুরে ১১টা ১৭ মিনিট থেকে। এদিকে দেশের আকাশে সূর্যগ্রহণ দেখার সর্বশেষ সময় ২টা ৫৫ মিনিট‌ পর্যন্ত চট্টগ্রাম বিভাগ থেকে।

কক্ষপথ পরিক্রমায় কিছু সময়ের জন্য পৃথিবী আর সূর্যের মাঝে চলে আসবে চাঁদ। ধীরে ধীরে চাঁদের আড়ালে ঢাকা পড়বে সূর্য। তবে পুরোপুরি ঢাকতে পারবে না। শেষ মুহূর্তে সূর্যের বাইরের অংশটি উজ্জ্বল বলয়ের মতো দেখা যাবে। দেখে মনে হবে, আগুনের আংটি!

বাংলাদেশে বিভিন্ন সংগঠন, বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান মন্ত্রণালয় সূর্যগ্রহণ দেখার আয়োজন করে থাকে। সূর্যগ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর। তাই বিশেষজ্ঞরা খালি চোখে গ্রহণের দিকে তাকাতে নিষেধ করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়