রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৩৪, ৮ মার্চ ২০২০

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজস্থলীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজস্থলীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- আন্তর্জাতিক নারী দিবস- ২০২০ উপলক্ষে রাজস্থলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের উদ্যােগে রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই বারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো, “প্রজন্ম হউক সমতার, সকল নারীর অধিকার” দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লংবতি ত্রিপুরা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, তথ্য আপা অফিসার, মিস লাভলী মারমা, কারিতাস প্রজেক্ট ম্যানেজার সাধন বিকাশ চাকমাসহ বিভিন্ন এন,জি ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন নারীরা প্রতিটা ক্ষেত্রে এগিয়ে চলছে। নারীরা এগিয়ে গেলে বঙ্গবন্ধু সোনার বাংলা গঠনে আরো একধাপ এগিয়ে যাবে এ বাংলার নারীরা।

আলোচনা সভার পূর্বে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি হলরুমে এসে শেষ হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়