রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৭:২৮, ২৭ নভেম্বর ২০১৯

আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের কাজের জন্য আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। 

মঙ্গলবার বিকেলে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পর্বত ও পার্বত্য এলাকার মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ‘ইসিমোড পর্বত পুরষ্কার- ২০১৯ এ ভূষিত করেছে ‘সমন্বিত পর্বত উন্নয়নের আন্তর্জাতিক সংস্থা’(ইসিমোড)।

তিনি আরো বলেন, আগামী ৫ ডিসেম্বর ইসিমোড সংস্থার প্রধান কার্যালয় নেপালের রাজধানী কাঠমন্ডুতে পুরস্কারটি দেয়া হবে। 

উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলেন, জেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা সহায়তা সম্প্রাসারণ, কৃষি উন্নয়নে সহায়তা প্রদান, আত্মকর্মসংস্থান সৃষ্টিকরণ, সামাজিক সুবিধা বাড়ানো, সহায়ক অবকাঠামো নির্মাণ, ক্রীড়া ও সংস্কৃতির উন্নতী সাধন, টেকসই সামাজিক সেবা প্রদানের মাধ্যমে মা ও শিশু কল্যাণ কর্মসূচি গ্রহণ, দাফতরিক সামর্থ্য বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন ও উন্নতিকরণের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করেছে।  তাই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে প্রথমবারের মতো আন্তর্জাতিক পুরস্কার দেয়া হবে।

তৎকালীন ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক কোনো পরিবর্তন হয়নি। ফলে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে এ অঞ্চল অবহেলিত থেকে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে একটি স্বতন্ত্র বোর্ড গঠনের প্রতিশ্রুতি দেন। 

সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে ১৯৭৩ সালের ৯ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের ভূমি প্রশাসন ও ভূমি সংস্কারমন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত রাঙামাটি সার্কিট হাউজের এক সুধী সমাবেশে উন্নয়ন বোর্ড গঠনের কথা জানান। তারই ধারবাহিকতায় ১৯৭৬ সালের ১৪ জানুয়ারি ৭৭নং অধ্যাদেশ বলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করা হয়। বোর্ডের কার্যক্রমকে অধিকতর টেকসই, গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন-২০১৪ প্রণয়ন করা হয়। এ আইনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়