রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাঘাইছড়িতে ৩ দিনব্যাপী বই মেলা শুরু

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাঘাইছড়িতে ৩ দিনব্যাপী বই মেলা শুরু

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়িতে ৩ দিনব্যাপী বই মেলার আয়োজন করেছে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি, আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবসের প্রতি সম্মান জানিয়ে এই মেলার আয়োজন করে সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি। চৌমুহনী উন্মুক্ত মঞ্চে মেলার স্টল বসানো হয়েছে।

প্রথমবারের মত এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছে প্রশাসন ও স্থানীয় সচেতন মহল। ২১ ফেব্রুয়ারী সকাল ৯ ঘটিকায় প্রভাতফেরী শেষে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মহাম্মদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মেলায় প্রচুর দর্শকের সমাগম ঘটে। ২১ তারিখ শুরু হওয়া মেলা চলবে ৩ দিন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়