রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:২২, ২২ মার্চ ২০২০

‘আপনি বাসায় থাকেন, খবর আমরা জানাবো’

‘আপনি বাসায় থাকেন, খবর আমরা জানাবো’

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে প্ল্যাকার্ড হাতে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন চট্টগ্রামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। যাতে লিখা ছিল ‘আপনি বাসায় থাকেন, খবর আমরা জানাবো’। 

শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দারী, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাসুদুল হক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান অনুপম শীল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান সবুজ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার পার্থ প্রতীম বিশ্বাস, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার শহিদুল সুমন, সাংবাদিক দেব দুলাল ভৌমিক, আজিম অননসহ অন্যান্যরা প্রচারণায় অংশ নেন।

এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দারী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে এরই মধ্যে জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন পর্যটন এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে। আমরাও জনগণকে সচেতন করার চেষ্টা করছি। সংক্রমণ রোধে বাসা থেকে বের না হতে অনুরোধ করছি।

আলোকিত রাঙামাটি