রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:২৪, ১৬ জানুয়ারি ২০২০

আবারও ভয়াবহ অগ্নিদূর্ঘটনা থেকে রক্ষা পেলো বাঘাইছড়ি

আবারও ভয়াবহ অগ্নিদূর্ঘটনা থেকে রক্ষা পেলো বাঘাইছড়ি

রাঙামাটির বাঘাইছড়িতে আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। উপজেলার মধ্যম পাড়ায় বৈদুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে। বাড়ীটি মোঃ কুদ্দুস (৪০) পিতাঃ মৃত কবীর হাজীর বলে জানা যায়। এলাকাবাসী ও বিজিবির তৎপরতায় বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে অগ্নিদূর্ঘটনার শিকার পরিবারটি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ১০ ঘটিকায় হঠাৎ টিনসেট বাড়ীর চালায় আগুন দেখতে পায় এলাকাবাসী। আশপাশের লোকজনের চিৎকার সুনে স্থানীয়রা ছুটে আসে এবং পাশের দোতলা ভবনের ছাদ থেকে পাইপের সাহায্যে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। পরে সংবাদ পেয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিজিবি সদস্যরা ছুটে আসেন এবং অগ্নিনির্বাপন যন্ত্র স্টিং গুইসার দিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ হুসেন বিজিবি সহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের কাছে জোর দাবী জানান অতিসহসায় বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস এর কার্যক্রম এগিয়ে নেয়ার। এছাড়াও আগুনে ২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়