রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

শম্পু বাহাদুর থাপা

প্রকাশিত: ১৬:১৫, ২২ নভেম্বর ২০১৯

আবারো একঝাঁক তরুণরা ঝাঁপিয়ে পড়লো রাঙামাটি মহা-শ্মশান পরিস্কারে

আবারো একঝাঁক তরুণরা ঝাঁপিয়ে পড়লো রাঙামাটি মহা-শ্মশান পরিস্কারে

আবারো স্বেচ্ছায় রাঙামাটি শহরের আসামবস্তি সংলগ্ন হিন্দু, বৌদ্ধ মহা-শ্মশান পবিত্রতা রক্ষার্থে শ্বসানসহ আশেপাশের ঘন জঙ্গলের ঝোপ-ঝাড় পরিষ্কার করেছে একঝাঁক যুব ও তরুণ।

রাঙামাটি সনাতনী ধর্মাবলম্বীদের উদ্যোগে শুক্রবার (২২ নভেম্বর) সকালে প্রায় ২০ থেকে ২৫ জন যুব ও তরুণরা এ মহা-শ্মশানের পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমে অংশ নেয়।

 

 

 

 

 

 

এর আগে ৮ নভেম্বর হিন্দু, বৌদ্ধ মহা-শ্মশান পবিত্রতা রক্ষার্থে তারা মহা-শ্মশান পরিষ্কার করেছিলো।

এ সময় যুব ও তরুণরা জানান, আমাদের শেষ ঠিকানা হচ্ছে এই পবিত্র মহা-শ্মশানে। তাই আমরা স্বেচ্ছায় এই মহৎ কাজের উদ্যোগ নিই। গত দু সপ্তাহের আগে আমরা এই মহা-শ্মশান পরিস্কার করেছিলাম। কিন্তু তখন মহা-শ্মশানটি পরিপূর্ণভাবে পরিস্কার করতে পারিনি। তাই সকলের উদ্দ্যেগে আজকে আমরা আবার মহা-শ্মশান পরিস্কারের জন্য চলে আসলাম। আশাকরি আগামীতেও এ পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

অন্যদিকে তাদের এই কাজ সর্বমহলে খুবই প্রসংশনীয় হচ্ছে। 

আলোকিত রাঙামাটি

সর্বশেষ