রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটি ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:৩০, ১ অক্টোবর ২০১৯

ইউপিডিএফ প্রসিত গ্রুপকে অপরাজনীতি ছাড়ার আহ্বান প্রগতি চাকমার

ইউপিডিএফ প্রসিত গ্রুপকে অপরাজনীতি ছাড়ার আহ্বান প্রগতি চাকমার

আজ সকাল ১১টায় নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে অভ্যন্তরীন উদ্বাস্তু উপজাতীয় পরিবারদের নামীয় তালিকা যাচাই- বাছাই সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। 

উপজেলা চেয়ারম্যান তাঁর বক্তব্যে ইউপিডিএফ (মূল) দল এর উদ্দেশ্যে বলেন, কার স্বার্থে নানিয়ারচর বাজার বয়কট করা হচ্ছে? কার স্বার্থে পাহাড়ীদের দুঃখ কষ্ট বাড়ানো হচ্ছে? কেন অসুস্থ পাহাড়ী রোগীদেরও নানিয়ারচর উপজেলা হাসপাতালে আসতে দেয়া হচ্ছেনা?

সভাপতি তাঁর বক্তব্যে আরো বলেন, জনগণের কল্যানে যে রাজনীতি কাজে আসে না, যে রাজনীতি জনগণের দুঃখ কষ্টে পাশে থাকে না তা অপরাজনীতি। তিনি ইউপিডিএফ প্রসিত গ্রুপকে অপরাজনীতি ছেড়ে জনগনের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামান হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর থানার ওসি মোঃ কবির হোসেন, ৭ ইবি জোন প্রতিনিধি মোঃ ছাদেকুল ইসলাম। এছাড়াও উক্ত সভায় উপজেলাধীন বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারী, ইউপি সদস্যগণ এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, গত ৩ মে ২০১৯ নিজ কার্যালয়ের সামনে দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছিলেন নানিয়ারচর উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা। এরপর ‘উপজেলা চেয়ারম্যান’ পদটি শূন্য হওয়ায় উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। গত বুধবার (২৫জুলাই ২০১৯) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নানিয়ারচরের ৪টি ইউনিয়নের ১৪টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিপুল ভোটে নির্বাচিত হন জনপ্রিয় নেতা প্রগতি চাকমা।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: