রাঙামাটি । বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ৩ বৈশাখ ১৪৩১

স্পোর্টস ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:২৫, ৬ ফেব্রুয়ারি ২০২০

ইতিহাস গড়ার লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইতিহাস গড়ার লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফাইল ফটো


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। পচেফস্ট্রুমে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলী। 

নিউজিল্যান্ডকে এ ম্যাচে হারাতে পারলেই আজ ইতিহাস গড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে বৃষ্টির কারণে যদি ম্যাচটি পরিত্যক্ত হয় সেক্ষেত্রে সরাসরি ফাইনালে চলে যাবে বাংলাদেশ। ম্যাচ পরিত্যক্ত হলে গ্রুপ পর্বের পয়েন্ট বিবেচনায় এগিয়ে থাকবে আকবর আলীর দল। 

এর আগে প্রতিযোগিতাটির ফাইনালে কখনো খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। এবার দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে খেলছে টাইগার যুবারা। এর আগে ঘরের মাঠে ২০১৬ সালে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ খেলেছিল প্রথম সেমিফাইনাল।

বেলা দুইটায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে জিটিভির পর্দায়। 

নিউজিল্যান্ড একাদশ: রাইস মারিউ, ওলি হোয়াইট, ফার্গাস লেলম্যান, নিকোলাস লিডস্টোন, জেসে তাসকফ (অধিনায়ক), বেকহ্যাম হুইলার-গ্রিনাল, কুইন সানডে, আদিত্য অশোক, জোয়েই ফিল্ড, ক্রিশ্চিয়ান ক্লার্ক ও ডেভিড হ্যানকক।  

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক), শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, হাসান মুরাদ ও শরিফুল ইসলাম। 

আলোকিত রাঙামাটি