রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৪:১৪, ১ ফেব্রুয়ারি ২০২০

ইভিএমে খুশি ভোটার

ইভিএমে খুশি ভোটার

ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। দ্রুত ভোট দিতে পারায় সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। তবে কোথাও কোথাও অনেকে অভিযোগ করেন আঙ্গুলের ছাপ না মেলায় তারা ভোট দিতে পারেননি। সেইসব কেন্দ্রে ধীর গতিতে ভোট গ্রহণ হচ্ছে।

রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্ব জুরাইন ৫৩ নম্বর ওয়ার্ডে ড.আব্দুর রউফ প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে বের হয়ে সিদ্দিকুর রহমান নামে এক ভোটার জানান, খুবই দ্রুত তিনি ভোট দিয়েছেন। মোবাইল ফোনও এতো দ্রুত চালানো যায় না।

৫৩ নম্বর ওয়ার্ডে প্রগ্রেসিভ গ্রামার স্কুলে ভোট দিয়ে বের হয়ে রোকসানা জানান, ইভিএমে ভোট দিতে প্রথমে ভয় লাগছিল,পরে দেখি খুবই সোজা। নতুন অভিজ্ঞতায় পুলকিত তিনি।

পিলু নামে আরেক ব্যক্তি জানান, এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভোট দিতে পেরেছেন তিনি।

যাত্রাবাড়ির ধলপুর এলাকায় ৪৯ নম্বর ওয়ার্ডে জেবি মেমোরিয়াল স্কুল কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার সোলাইমান মৃধা জানান, আগত ভোটারদের ভোট দেয়ার পদ্ধতি বুঝিয়ে দিচ্ছেন তারা। অনেকে শুরুতে কিছুটা অস্বস্তিবোধ করলেও খুব দ্রুত ভোট দিতে পেরে হাসি মুখেই কেন্দ্র ত্যাগ করেন তারা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়