রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৩৯, ২৭ জুলাই ২০২০

উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে ২০ হাজার বৃক্ষরোপন

উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে ২০ হাজার বৃক্ষরোপন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে বিভিন্ন প্রজাতির ২০ হাজার বৃক্ষরোপন করার কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশের বিভিন্ন উপজেলায় ১ কোটি গাছের চারা রোপনের কর্মসূচীর অংশ হিসেবে বাঘাইছড়িতে ২০ হাজার ৩শ টি গাছের চারা রোপনের কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

তারই অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্বারক বৃক্ষরোপন হিসেবে একটি বকুল ফুলের চারা রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবিব জিতু। 

এ সময় উপজেলা বিট অফিসার মোঃ মাঈনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন আল মামুন উপস্থিত ছিলেন। পরে বন বিভাগের নিজেস্ব নার্সারী থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, বিহার ও সামাজিক প্রতিষ্ঠানে আনুপাতিক হারে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়