রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১১:২৩, ১৩ ডিসেম্বর ২০১৯

উৎসবমুখর পরিবেশে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত

উৎসবমুখর পরিবেশে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত

উৎসবমুখর পরিবেশে নানিয়ারচর উপজেলায় "পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ" উদযাপিত হয়েছে।

ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে রাঙামাটির নানিয়ারচর উপজেলাতে সপ্তাহ ব্যাপী (৭-১২ই ডিসেম্বর) পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হয়েছে। নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে অত্র উপজেলার চারটি ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা প্রদানকারীদের মাধ্যমে সেবা নিতে আসা জনসাধারণকে সেবা ও চিকিৎসা প্রদান করা হয়েছে ।

নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি ) ডাঃ রবিন ভট্টাচার্য জানান, এ্যাডভোকেসি সভার আলোকে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক নানিয়ারচরের চারটি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরবিচ্ছিন্নভাবে মাতৃস্বাস্হ্য সেবা, শিশু স্বাস্হ্য সেবা, গর্ভকালীন সেবা, কিশোর-কিশোরী সেবা, পরিবার পরিকল্পনা সেবা ও পুষ্টি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে।

নানিয়ারচর সদর পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা সপ্তাহের মধ্যে তৃতীয়তম স্বাভাবিক ডেলিভারি সেবাও প্রদান করা হয়েছে। নানিয়ারচরের দূর্গম দুটি এলাকাতেও উঠান বৈঠকের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য সেবা, গর্ভকালীন ও গর্ভোত্তর পরিচর্যা, কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা ও সাধারণ রোগীদের সেবা ও পরামর্শ  প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানিক ডেলিভারি করানো এবং বাল্যবিবাহ না দেয়ার জন্যও জনসাধারণকে সচেতন করা হয়েছে। কিশোরী মায়েদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে বিশেষ নজর দিয়ে তাদের প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নেয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। 

ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমা জানান, প্রত্যাশার চেয়ে বেশি জনসাধারণকে সেবার আওতায় সমৃক্ত করা গেছে।আমাদের পরিকল্পনা সফল হয়েছে।

মেডিকেল অফিসার ডাঃ রবিন ভট্টাচার্য আরো বলেন, নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আন্তরিকতার সাথে তাদের কাজ করে যাচ্ছেন। এসডিজি অর্জন করতে হলে আমাদের আন্তরিক ও দেশপ্রেম মনে ধারন করে কাজ করে যেতে হবে। যদি সেটা করা যায় তাহলে আগামীতে নানিয়ারচর হবে সুন্দর ও পরিকল্পিত পরিবার সমৃদ্ধ একটি আলোকিত উপজেলা। দেশ হবে আরো উন্নত ও মানবসম্পদে পরিপূর্ণ ।

আলোকিত রাঙামাটি