রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান ডেস্কঃ-

প্রকাশিত: ১৯:১৬, ১০ ডিসেম্বর ২০১৯

এই মাকড়সা কামড়ালে পচন ধরতে পারে মানবদেহে!

এই মাকড়সা কামড়ালে পচন ধরতে পারে মানবদেহে!

ছবি: সংগৃহীত


আমাদের অতি চেনা ক্ষুদ্র এক প্রাণী মাকড়সা। আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় অনেক মাকড়সা। তবে তাদের মধ্যে তিনপ্রজাতির মাকড়সা মানুষের পক্ষে খুবই বিপজ্জনক। এগুলোর মধ্যে এক প্রজাতির মাকড়সার একটা ছোট্ট কামড়ে পচন ধরতে পারে মানবদেহে। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, ব্রাউন ব্র্যান্ড রিকিউজ স্পাইডার, দ্য ব্ল্যাক উইডো স্পাইডার এবং দ্য হোবো স্পাইডার এই তিন প্রজাতির মাকড়সা খুবই বিপজ্জনক ।

মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির গবেষকেরা এমন এক প্রজাতির মাকড়সা লক্ষ্য করেছেন যা সবচেয়ে মারাত্মক। এই মাকড়সা কামড়ালে তার বিষ ৪০ সেন্টিমিটার পর্যন্ত ক্ষত তৈরি করে মানুষের ত্বক নষ্ট করে দিতে পারে।

ক্ষত ভালো হতে কয়েক মাস সময় লাগে, এবং নিরাময় হলেও থেকে যায় এক গভীর ক্ষত চিহ্ন বা স্থায়ী দাগ। মাকড়সার এই বিষাক্ত প্রজাতিটির নাম হলো ‘ল্যাকোসেসেলস টেনকোচিটিটলান’। 

এই গবেষণায় জীববিজ্ঞানী আলেজান্দ্রো ভালদেজ-মন্ড্রাগন এবং তার ছাত্র ক্লোদিয়া নাভারো, কারেন সোলিস, মেরিয়া কর্টেজ এই প্রজাতির মাকড়সা আবিষ্কারে সক্ষম হন।

জীববিজ্ঞানী আলেজান্দ্রো জানান, আমরাই বাড়িতে তাদের সুস্থ তাপমাত্রা, আদ্রতা ও খাবার সরবরাহ করে নিজেদের জীবনের ঝুঁকি বাড়াই। যদিও পোকামাকড় উপদ্রব কমানোর ক্ষেত্রে এই মাকড়সাগুলো কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়