রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:০৮, ৭ অক্টোবর ২০২০

এইচএসসির ফলাফল: জেএসসি ও এসএসসির ফলের কত শতাংশ হিসেব করা হবে?

এইচএসসির ফলাফল: জেএসসি ও এসএসসির ফলের কত শতাংশ হিসেব করা হবে?

ফাইল ছবি


এইচএসসির ফলাফলে জেএসসি ও এসএসসির ফলের কত শতাংশ হিসেব করা হবে-এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বিষয়টি পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। আমাদের হাতে সময় আছে।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে (অনলাইন) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের মূল্যায়নের জন্য একটি পরামর্শক কমিটি করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদরা। আর কমিটির সদস্য-সচিব থাকবেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।  

নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পরামর্শক কমিটির সুপারিশ পাওয়া যাবে বলে আশা করে ডা. দীপু মনি বলেন, ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে পারবো।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষার ফল রয়েছে। এর ভিত্তিতেই করতে হবে মূল্যায়ন। অন্যকিছুতে যাওয়া যাবে না।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়