রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১২:০০, ৮ মে ২০২১

এক বছরে নানিয়ারচর থানার মামলা সমূহ

এক বছরে নানিয়ারচর থানার মামলা সমূহ

ফােইল ছবি


মেহেরাজ হোসেন সুজন (নানিয়ারচর) প্রতিনিধিঃ- রাঙামাটির পার্বত্য জেলার নানিয়ারচর থানায় গেল বছরের তুলনায় মামলা চলতি বছর মামলা কম হলেও মামলা কোর্টে নিষ্পত্তি হয়েছে বেশি। ৭ই মে ২০২০ সাল হতে শুরু করে ৭ই মে ২০২১ এর এক বছরে নানিয়ারচর থানায় ওসি মোঃ সাব্বির রহমান যোগদানের বছরপূর্তী। 

নানিয়ারচর থানার সুত্রে জানা যায়, এই (০১) বছরের মধ্য ২০২০ সালে মোট মামলা হয়েছে (১৯)টি, মামলা নিষ্পত্তি করে কোর্টে প্রেরণ হয়েছে (২০)টি এবং চলতি বছর এ পর্যন্ত মামলা হয়েছে (০২)টি, মামলা নিষ্পত্তি করে কোর্টে প্রেরণ হয়েছে (০৭)টি।

মামলা নিষ্পত্তির মধ্যে অন্যতম ২০১৮ সালে করা নানিয়ারচর প্রাপ্তন উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও (গণতান্ত্রিক ইউপিডিএফ) এর সভাপতি বর্মা হত্যা সহ ৫ হত্যা মামলার নিষ্পত্তির মধ্যে কোর্টে প্রেরণ হয়।তবে মামলা তদন্তধীন রয়েছে নানিয়ারচর ঘিলাছড়ি এলাকার সুরেশ হত্যা মামলা।

নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান জানান, নানিয়ারচরে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় বিট পুলিশিং এর প্রচারণার মাধ্যমে অপরাধ নির্মূলে অনেকটা সফল হওয়া সম্ভব হচ্ছে।

আলোকিত রাঙামাটি