রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:৩৫, ২৪ জানুয়ারি ২০২০

একটি যুদ্ধের খসড়া ।। মন্দিরা ঘোষ

একটি যুদ্ধের খসড়া ।। মন্দিরা ঘোষ

অলঙ্করণ: মিজান স্বপন


১.
সহজে সহজ মিশে গেলে
আ-কার ভুলে যায় চোখ
বিচ্ছেদের আগে
কাছে টেনে নেওয়া শিখি
আর ভুলে যাই
পুরাঘটিত অংক

২.
চোখের বারুদে সেজেছে
কথার ক্যাবিনেট
ঝরছে গুঁড়ো বৃষ্টির সন্ধি
ইউক্লিডীয় গর্তে
ঘুমিয়ে আছে পাড়া
এখন বিরতিচিহ্নে
একবোতল লেমোনেড সোডা
আর লম্বা ঘুম
সন্ধি আনতে পারে অচিরেই
 
৩.
মাঝরাতে ঘুম ভাঙলে
পাশের বালিশে লেখা থাকে
অন্ধকারের পথনির্দেশিকা

যুদ্ধের খসড়ায় নির্ঘুম পদাবলি
জেগে থাকা মুছে ফেলতে ফেলতে
অন্ধকারও ক্লান্ত হয়ে যায়

৪.
ভোরের ভিজে আলো
সাদা শূন্য ছড়িয়ে দেয় ঘুমে
একতাল দলা পাকানো
মনখারাপের এলার্ম ক্লর্ক
বেজে ওঠে

৫.
ফলাফল যাইহোক
কাপের দূরত্বে
একটা জারবেরার বারান্দা থাক
কড়া চায়ের ফ্লেভার  বেড়া ভেঙে
ছুঁয়ে যাক বরফের উপকথা
একটা শর্টকাট ট্রিপ
অনায়াস কবিতার ভূমিকা লিখুক

আলোকিত রাঙামাটি

সর্বশেষ