রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:৪৯, ২০ মে ২০২০

এতিম শিশুদের জামা-কাপড় প্রদান করলেন সামাজিক সংগঠন ‘সেবাবাড়ি’

এতিম শিশুদের জামা-কাপড় প্রদান করলেন সামাজিক সংগঠন ‘সেবাবাড়ি’

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- সামাজিক সংগঠন "সেবাবাড়ি'র" উদ্যোগে কাপ্তাই ইউনিয়নের ১শ'৪০ জন এতিম শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে কাপ্তাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহাম্মেদ রাসেল।

সংগঠনের সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ফাহিমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ, ইউপি মেম্বার সজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার আলম, উপজেলা যুবলীগের সহ- সভাপতি মোঃ ইকবাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুমায়ুন করিম রাসেল সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সেবাবাড়ি সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় অতিথিরা সামাজিক সংগঠন "সেবাবাড়ীর" এই কার্যক্রমের প্রশংসা করেন। নতুন জামা- কাপড় পেয়ে খুশীতে আত্মহারা হন এতিম শিশুরা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়