রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

জাবেদ মোহাম্মদ নূর

প্রকাশিত: ১৫:১১, ২৪ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

এবং আমি....

এবং আমি....

আমাকে নদী হতে বলা হয়েছিল
আমি হলাম জোনাকির বুকে জল
আমাকে মনে করিয়ে দেবার প্রয়োজন নেই
আমার বুকে ঝর্ণার ছলাত ছলাত ছল।

আমাকে আধুনিক হতে বলা হল
কিন্তু ফুসফুসে বাজে বাতাসের ব্যর্থ সুর
আর কত ডিগবাজি খাবো সীমানা ছেড়ে
পরিণত ভালোবাসা পাপড়ির মতো খুব কাছে খুব দূর, বহুদূর।

কে শোনায় কানে কানে কবিতার অংশ বিশেষ
মেঘেরা উদাস টোল পড়া গালে
অভিমান শুধু শব্দের ভিন্নতার মতো
ডুবে যায় যেমন ডুবে কোন কবি কোন অকালে
হাঁটতে থাকি বিবর্ণ পথে যে পথে কবিতা হয়েছে গত।

জলরঙের ছবি দেখে বললে ভালো আঁকিয়ে হও
হাজার ছবির কথা বলুক দু'একটি লাইন
আর কী চাও তুমি?
গোছানো সংসার! পরিপূর্ন জীবন!
তোমার ভাবনার চেয়ে আমার জীবন অনেক বেশী অক্ষম
এই ফুল এই কাঁটা মসৃন বা বিচ্ছিরি পথ
ক্ষণে ক্ষণে অবলিলায় হারিয়ে ফেলি দিক
ভালোবাসা কই? আমি হই শুধু বেভুল পথিক।

আলোকিত রাঙামাটি