রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৯:২০, ৫ সেপ্টেম্বর ২০২০

এবার বাঘাইছড়ি ইউএনও’র বাসভবনে সশস্ত্র আনসার মোতায়েন

এবার বাঘাইছড়ি ইউএনও’র বাসভবনে সশস্ত্র আনসার মোতায়েন

ছবি: আলোকিত রাঙ্গামাটি 


বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় পর এবার নিরাপত্তা জোরদার করতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারী বাসভবনে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় ৪ জন সশস্ত্র আনসার সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতুর সরকারী বাসভবনে নিঃছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে ৪ আনসার সদস্য। এ সময় কথা হয় উপজেলা আনসার কমান্ডার আবুল বাশারের সাথে। 

তিনি জানান, সরকারী নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় বাঘাইছড়িতেও একই নিয়মে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের নিরাপত্তার জন্য আনসার মোতায়েন করা হয়েছে। দিন ও রাতের পুরো সময়ই পালা করে পাহাড়ায় থাকবেন এসব আনসার সদস্যগণ। আগামী ৩ বছরের জন্য তাদের সিসি দেয়া হয়েছে তারা সর্বাক্ষণিক  নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

আলোকিত রাঙামাটি