রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:৪৯, ২ ফেব্রুয়ারি ২০২০

ওবায়দুল কাদের সুস্থ

ওবায়দুল কাদের সুস্থ

ফাইল ফটো


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুস্থ আছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের।
আবু নাছের ডেইলি বাংলাদেশকে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সুস্থ আছেন। তারপরেও আরো দুই দিন বিশ্রামে থাকবেন। দুই একদিন পরেই রিলিজ নিয়ে বাসায় ফিরবেন।  স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় শনিবার করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

ওবায়দুল কাদের হাসপাতাল থেকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সব দিকনির্দেশনা দিয়েছেন বলেও জানান নাছের। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আলী আহসান তার চিকিৎসার দায়িত্ব আছেন। তিনি বলেছেন, ওবায়দুল কাদের পুরোপুরি সুস্থ। তবে তার আরো বিশ্রাম প্রয়োজন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি সকাল সাড়ে দশটায় শ্বাসকষ্ট নিয়ে ওবায়দুল কাদের বিএসএমএমইউতে ভর্তি হন। পরে কার্ডিওলজি বিভাগের অধ্যাপক  সৈয়দ আলী আহসানের অধীনে চিকিৎসা করা হয় এবং সিসিইউতে রাখা হয় দুইদিন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়