রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

প্রকাশিত: ১০:৫৬, ২১ এপ্রিল ২০২১

কঠোর লকডাউনে কাপ্তাইয়ে করোনা সংক্রমণ কমেছে

কঠোর লকডাউনে কাপ্তাইয়ে করোনা সংক্রমণ কমেছে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি ও থানা পুলিশের নানামুখী তৎপরতার ফলে কাপ্তাইয়ে করোনা সংক্রমণের হার কমে আসছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, সর্বশেষ চলতি বছরের গত ১১ এপ্রিল কাপ্তাইয়ে ২ জনের করোনা পজেটিভ আসলেও গত ৮ দিনে একজনও করোনায় আক্রান্ত হয়নি। তিনি জানান, বর্তমানে মাত্র ৫ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন, তারা সকলেই হোম আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা এতটা জটিল নয়।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত বছরের ২২ মে কাপ্তাইয়ে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং এ পর্যন্ত ১শ' ৭২ জনের করোনা পজেটিভ আসে। এরমধ্যে ২ জন করোনায় মৃত্যু বরণ করেন। কাপ্তাইয়ে নিবন্ধিত মোট ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা ৫ হাজার ৮শ' ৮১ জন, এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ হাজার ৭শ' ৮১ জন এবং দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৯শ' ৩৭ জন।

করোনা ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি আরো জানান, মানুষ যদি স্বাস্থ্যবিধি মেনে চলে, মুখে মাস্ক পরে এবং টিকা গ্রহণ করে তাহলে কাপ্তাইয়ে করোনা সংক্রমণের হার শূন্যের কোঠায় নিয়ে আসতে পারবে। 

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, করোনা সংক্রমণ রোধে প্রতিদিন কাপ্তাই উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট চলমান রয়েছে, সরকারি নির্দেশ মোতাবেক মানুষকে সচেতন করা হচ্ছে, ফলে মানুষের মধ্যে সচেতনতার বাড়ছে । 

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, কাপ্তাইয়ে লকডাউনের শুরু থেকে পুলিশ সদস্যরা উপজেলার প্রবেশমুখ রেশমবাগান চেকপোস্টসহ বিভিন্ন জায়গায় কঠোর অবস্থানে ছিলেন। এ সময় জরুরী প্রয়োজন ছাড়া কোন গাড়ী এবং ব্যক্তিকে কাপ্তাইয়ে প্রবেশ করতে দেয়া হয়নি।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্যরা লকডাউনে প্রতিদিন ফেরিঘাট, চন্দ্রঘোনা, বাঙ্গালহালিয়া ও রাজস্থলী সড়কে অবস্থান নিয়ে জরুরী সেবা ছাড়া কোন গাড়ী এবং ব্যক্তিকে চলাচল করতে দেয়নি। এসব কারণে সংক্রমণের হার কমে এসেছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়