রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:১৭, ৮ জুলাই ২০২০

করোনায় ক্ষতি হতে পারে মস্তিষ্কেরও!

করোনায় ক্ষতি হতে পারে মস্তিষ্কেরও!

ছবি: সংগৃহীত


বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। ভয়াবহ এই ভাইরাসটিতে বিশ্বে এরইমধ্যে আক্রান্ত হয়েছে এক কোটিরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখের মতো লোক। ভাইরাসটি মূলত মানব দেহের শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণ করে বলে শুরুতে জানা গেলেও এখন আরো নতুন সব আশঙ্কার কথা জানাচ্ছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি এক গবেষনায় বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনায় আক্রান্ত অনেক ব্যক্তিরই মস্তিষ্কে প্রদাহ, মানসিক ব্যাধি ও প্রলাপের মতো মারাত্মক স্নায়বিক জটিলতা দেখা দিচ্ছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) ওই গবেষণায় কোভিড-১৯ এ আক্রান্ত ৪৩ রোগীর মস্তিষ্কের অস্থায়ী কর্মহীনতা, স্ট্রোক, স্নায়ুর ক্ষয়ক্ষতি কিংবা মস্তিষ্কে আরো গুরুতর কোনো সমস্যার উপস্থিতি মিলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউসিএলের গবেষক দলের সদস্য মাইকেল জান্ডি বলেছেন, ‘হয়ত আমরা মহামারীর সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্ক ক্ষতির একটি বড় ধরনের সংক্রমণ দেখবো - হতে পারে এটি ১৯১৮-র ইনফ্লুয়েঞ্জা মহামারী পরবর্তীতে ১৯২০ ও ১৯৩০-র দশকে হওয়া এনসেফালিটিস লেথার্জিকের প্রাদুর্ভাবের মতো কিছু একটা।’

নতুন করোনাভাইরাসে সৃষ্ট রোগ কোভিড-১৯ মূলত শ্বাসনালী ও ফুসফুসে আক্রমণ করলেও স্নায়ু এবং মস্তিষ্কের চিকিৎসা বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, রোগটির কারণে আক্রান্ত অনেকের মস্তিষ্কে যে ধরনের প্রভাব পড়ার তথ্যউপাত্ত মিলছে তা উদ্বেগজনক। 

কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্ট আদ্রিয়ান ওয়েন বলেন, ‘আমার ভয় হলো- কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এক বছরে যদি ১০ মিলিয়নের (এক কোটির) বেশি মানুষ করোনা থেকে পরিত্রাণ পান এবং যারা হিসাবের বাইরে রয়েছেন এ ভাইরাস পরবর্তীতে তাদের দৈনন্দিন কাজে প্রভাব ফেলবে।’

গবেষক দলের আরেকজন বলেন, ‘চিকিৎসকদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। শুরু থেকে এর চিকিৎসা দেয়া হলে রোগীদের অবস্থান উন্নতি হতে পারে।’

আলোকিত রাঙামাটি