রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:৪৬, ২৩ মার্চ ২০২০

করোনা আক্রান্ত পৃথিবীতে একাই লড়ছে নিঃসঙ্গ শিশুটি

করোনা আক্রান্ত পৃথিবীতে একাই লড়ছে নিঃসঙ্গ শিশুটি

ছবি: সংগৃহীত


খাওয়া, ঘুমসহ সব নির্দেশনাই দেয়া হচ্ছিল শিশুটিকে এবং সে নিখুঁতভাবে সব অনুসরণ করেছিল। একা থাকার সময় শিশুটি বেশ কিছু ছবি এঁকেছে। কীভাবে করোনার সঙ্গে মোকাবিলার কথা ভাবছে তার চিত্রকর্মে তা উঠে এসেছে। 

মা আর দাদিকে নিয়ে পার্কে বেড়াতে যাওয়া, সাঁতার কাটা ইত্যাদি স্মৃতিও উঠে এসেছে তার ছবিতে। করোনাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলা, সূর্যের তাপ দিয়ে পুড়িয়ে ফেলার দৃশ্যও সে কল্পনা করেছে।

তবে শিশুটি কতোদিন হাসপাতালের ওই কক্ষে একা ছিল, তার বাবা-মা আদৌ সুস্থ হয়েছিল কি না কিংবা শিশুটি বাসায় ফিরেছে কি না তার কোনো তথ্য ইউনিসেফের এই প্রতিবেদনে উঠে আসেনি। 

মূলত একটি শিশুকে একলা রাখতে হলে কীভাবে তা করতে হবে, সে বিষয়ে একটি নির্দেশনা ও চিত্র উঠে এসেছে। ইউনিসেফ বলছে, এ থেকে অন্য আক্রান্ত দেশগুলো শিক্ষা নিতে পারে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ