রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৮:৪৮, ৪ এপ্রিল ২০২০

করোনা আক্রান্তের আরো এক আত্মীয়ের বাড়ি লকডাউন

করোনা আক্রান্তের আরো এক আত্মীয়ের বাড়ি লকডাউন

চট্টগ্রামে করোনা আক্রান্ত ব্যক্তির আরো এক আত্মীয়ের বাড়ি লকডাউন করেছে পুলিশ।

শনিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মোহাম্মদ ফারুক উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিটির সংস্পর্শে আসায় নগরের পাঠানটুলির সুপারিওয়ালাপাড়া অবস্থিত তার এক আত্মীয়ের বাড়ি লকডাউন করা হয়েছে।

এর আগে শুক্রবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩২ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ বছর বয়সী ওই ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়। তাকে বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

করোনা শনাক্ত হওয়ার পর রাতেই নগরের দামপাড়ায় অবস্থিত ব্যক্তিটির বাড়িসহ আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করে পুলিশ। পরবর্তীতে ওই ব্যক্তির মেয়ে ও বেয়াইন ওমরাহ ফেরত জানার পর সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউপির চার নম্বর ওয়ার্ডে অবস্থিত মেয়ের শ্বশুরবাড়িসহ আশপাশের আরো তিনটি বাড়ি লকডাউন করা হয়।

আলোকিত রাঙামাটি