রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:২৭, ২৫ এপ্রিল ২০২০

করোনা ছুঁতে পারেনি যে চার জেলাকে

করোনা ছুঁতে পারেনি যে চার জেলাকে

করোনাভাইরাস দেশের ৬০টি জেলাতেই ছড়িয়ে পড়েছে। সবশেষ নতুন করে শনাক্ত হয়েছে ভোলা ও নাটোরে। বাকি রয়েছে চারটি জেলা। সৌভাগ্যবান এ জেলাগুলো হলো- রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা।

শুনবার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আইইডিসিআর এর ফেসবুক সংবাদ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, নতুন করে বরিশাল বিভাগের ভোলা ও রাজশাহী বিভাগের নাটোরে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। তিনি আরো বলেন, ২৫ এপ্রিল পর্যন্ত রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলা করোনা থেকে মুক্ত রয়েছে।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন ও আক্রান্ত ৩০৯ জন। মৃতের মধ্যে ৪ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। 

প্রতিদিনের সংবাদ বুলেটিনে আরো জানানো হয়, নতুন মৃতদের মধ্যে ঢাকার ৩ জন। নারায়ণগঞ্জ ও জয়পুরহাটের ২ জন রয়েছে। এছাড়া টাঙ্গাইলের একজন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩ হাজার ৪২২টি এবং পরীক্ষা হয়েছে ৩ হাজার ৩৩৭টি। 

নাসিমা সুলতানা বলেন, মৃত ৯ জনের মধ্যে ৭ জনের বয়স ৭০ এর বেশি। ৫১-৬০ বছরের মধ্যে একজন এবং একজনের বয়স ৬০ বছরের বেশি।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়