রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:২৭, ২৫ মার্চ ২০২০

করোনা ঠেকাতে অর্ধেক বেতন দান করলেন বাংলাদেশের ২৭ ক্রিকেটার

করোনা ঠেকাতে অর্ধেক বেতন দান করলেন বাংলাদেশের ২৭ ক্রিকেটার

বর্তমানে বিশ্বজুড়ে ভয়ংকর রূপ ধারণ করা করোনা পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির কাজটা বেশ কিছুদিন ধরেই করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারসহ অন্যান্য সেলিব্রিটিরা। নিজেদের ভক্ত-সমর্থকদের সচেতন করার মাধ্যমে সারাদেশের মানুষের মাঝে নিরাপত্তা নির্দেশনা পৌঁছে দেয়ার কাজটি করছেন তারা। আজ বুধবার (২৫ মার্চ) বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ফেসবুকে একটি ছবিসহ স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয় দলের চুক্তিবদ্ধ ২৭ জন খেলোয়াড় নিজেদের মাসিক বেতন থেকে ৫০ শতাংশ বেতন করোনা প্রতিরোধে দান করার সিদ্ধান্ত নিয়েছেন।



সাইফের দেয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুকে ধরা হলো-
‘করোনা আক্রান্ত মানুষদের পাশে আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলাম আপনারা আপনাদের অবস্থান থেকে যদি কিছু করতে পারেন তাহলে আমরা ইনশাল্লাহ এইটার প্রতিরোধ করতে পারবো।’

করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে সাড়ে ১৪ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বাংলাদেশও বাঁচতে পারেনি প্রাণঘাতী করোনার হাত থেকে। দেশে এ পর্যন্ত ৩৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া প্রাণ হারিয়েছেন ৫ জন। করোনার এমন ভয়ংকর পরিস্থিতিতে থমকে গেছে ক্রীড়াঙ্গন। বন্ধ হয়ে গেছে দেশের সব ধরনের ক্রিকেট। দেশকে বাঁচাতে, দেশের মানুষকে সচেতন করতে সরব হয়েছেন ক্রিকেটাররা। সাকিব-তামিমরা দেশের মানুষকেসচেতন করতে ফেসবুকে নানা ধরণের পোস্ট ও ভিডিও বার্তাও দিয়েছেন।

আলোকিত রাঙামাটি