রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:৫২, ১৯ মার্চ ২০২০

করোনা থাকতে পারে জেনে হাসপাতাল থেকেই পালালেন প্রবাসী

করোনা থাকতে পারে জেনে হাসপাতাল থেকেই পালালেন প্রবাসী

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল


শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকতে পারে জেনে চিকিৎসা না নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে পালিয়েছেন এক কাতার প্রবাসী।

বুধবার সন্ধ্যায় এ ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধনতলিয়া গ্রামের বাসিন্দা ওই ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

হাসপাতালের তথ্য অনুযায়ী, ত্রিশোর্ধ্ব ওই যুবক ৩ মার্চ কাতার থেকে দেশে আসেন। বুধবার সন্ধ্যায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে গেলে তাকে ভর্তির পরামর্শ দেন জরুরি বিভাগের চিকিৎসক এ.বি.এম মুসা চৌধুরী। ওই সময় করোনাভাইরাস সংক্রান্ত পরীক্ষা করানো হবে জেনে হাসপাতাল থেকে পালিয়ে যান।

ডা. মুসা জানান, ওই রোগীর শরীরের তাপমাত্রা ১০০-১০১ ডিগ্রি সেলসিয়াস ছিল। এছাড়া তিনি নিউমোনিয়া, সর্দি, কাশি, শ্বাসকষ্টে ভুগছিলেন। এগুলো করোনা আক্রান্তের উপসর্গ জেনেই তিনি পালিয়ে যান।

আলোকিত রাঙামাটি