রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:০৩, ৪ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে কাপ্তাই তথ্য অফিসের বিরামহীন প্রচারণা

করোনা ভাইরাস প্রতিরোধে কাপ্তাই তথ্য অফিসের বিরামহীন প্রচারণা

কাপ্তাই প্রতিনিধিঃ- জনসচেতনামূলক প্রচারণা কার্যক্রম অব্যাহত রখেছে কাপ্তাই তথ্য অফিসের কর্মীরা। 

বিশ্ব মহামারি (কোভিট-১৯) করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট বিতরণ এবং মাইকিংসহ প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে থাকা, সাবান দিয়ে নিয়মিত হাত ধোঁয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করাসহ বিভিন্ন সচেতনতামূলক তথ্য প্রচার করছেন। 

কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে এলাকাবাসীদের সচেতন করার লক্ষে আমরা নিয়মিত মাইকিং এবং প্রচার পত্র বিলির মাধ্যমে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ক্ষেত্রে আমাদের কোন কর্মীর ছুটি নেই। সকলে মিলে এই কার্যক্রমে অংশ নিচ্ছি।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, জনগণকে করোনা ভাইরাস সংক্রমণ হতে সচেতন করার লক্ষে প্রচার কার্যক্রমে উপজেলা প্রশাসনকে সহায়তা করে আসছেন কাপ্তাই তথ্য অফিস।

আলোকিত রাঙামাটি