রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪৩, ২২ মার্চ ২০২০

করোনা সংক্রমণ রোধে কাপ্তাই তথ্য অফিসের প্রচার কার্যক্রম

করোনা সংক্রমণ রোধে কাপ্তাই তথ্য অফিসের প্রচার কার্যক্রম

||কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি|| নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে সপ্তাহব্যাপী কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং এবং বিলবোর্ড স্থাপন করা হয়।

প্রচারনার অংশ হিসেবে রোববার (২২ মার্চ) কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুনের নেতৃত্বে তথ্য বিভাগের কর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে সরকারের এই নিদের্শনা বাস্তবায়ন করছে। 

এসময় সরকারের নির্দেশনা মোতাবেক, নভেল করোনা ভাইরাস আক্রান্ত দেশসমূহ থেকে ফেরত আশা প্রবাসীদের ১৪ দিন নিজ গৃহে অবস্থান করতে মাইকিং করে জনগনকে সচেতন করছেন তথ্য অফিসের কর্মীগণ। এছাড়া হ্যান্ডশেক,কোলাকুলি থেকে বিরত থাকতে, তিন ফুট দুরত্ব বজায় রেখে কথা বলতে, হাঁচি, কাশি দেওয়ার সময় টিস্যু ও রুমাল ব্যবহার করতে এবং বিদেশ ফেরত কোন ব্যক্তি বাহিরে চলা ফেরা করলে জরুরী ভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অথবা ৯৯৯ নং নাম্বারে কল করতে বলা হয়েছে। 

কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন জানান, সরকারের নির্দেশনা মোতাবেক এই কর্মসুচী চলতে থাকবে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ