রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

ইমতিয়াজ ইমন (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৪০, ৩০ মার্চ ২০২১

করোনা সংক্রমণ রোধে মোবাইল কোর্ট, ১২ জনকে ১৪ হাজার ৩শ টাকা জরিমানা

করোনা সংক্রমণ রোধে মোবাইল কোর্ট, ১২ জনকে ১৪ হাজার ৩শ টাকা জরিমানা
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

ইমতিয়াজ ইমন (সদর) প্রতিনিধিঃ- রাঙামাটিতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নতুন ১৮ দফা প্রজ্ঞাপন বাস্তবায়নের লক্ষে সাধারণ মানুষদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনের জোর প্রচেষ্টা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার (৩০ মার্চ) সকাল থেকে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন বাজারে মাইকিং করে মানুষের স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে বের হওয়ার আহবান করেছেন। এ সময় তিনি মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১২ জনকে মোট ১৪ হাজার ৩ শত টাকা জরিমানা করেন। 

মোবাইল টিমটি রাঙামাটি শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, ভেদভেদী ও আসামবস্তী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন বাজারে গিয়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরার্মশ প্রদান করছেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে নিজের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে আবার ঘরে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়