রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:৫৯, ১৮ এপ্রিল ২০২০

করোনাযুদ্ধের সৈনিকদের সম্মান জানাচ্ছে গুগল

করোনাযুদ্ধের সৈনিকদের সম্মান জানাচ্ছে গুগল

ডুডল সিরিজ প্রকাশ করছে গুগল


মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের প্রায় ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এই মহামারির সময়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই এগিয়ে এসেছেন মানব সভ্যতাকে বাঁচাতে। দুর্দিনে অতন্দ্র প্রহররীর মতো জেগে থেকে কাজ করে যচ্ছেন তারা। তাই তাদের প্রতি সম্মান জানিয়ে ডুডল সিরিজ প্রকাশ করছে গুগল।

গুগল ডুডল সিরিজে এর আগে সামনে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের প্রতি ভালোবাসা জানানো হয়েছিল। এবারের সিরিজে তারা সামনে আনল বাকি করোনা সৈনিকদের, যারা নীরবে সবার পাশে থেকে লড়ছেন করোনাযুদ্ধে। তাদের একরাশ ভালোবাসা, ধন্যবাদ উপহার দিল গুগল ডুডলে হার্ট ইমোজি দিয়ে।

গুগল লিখেছে, ‘কোভিড -১৯ বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের উপর যেমন প্রভাব ফেলছে, মানুষ একে অপরকে আরো বেশি সাহায্য করতে এগিয়ে আসছে। তাই যারা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন তাদের সম্মান জানাতে একটি ডুডল সিরিজ চালু করেছি।’

ডুডল সিরিজটির মাধ্যমে চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী এবং যারা প্রয়োজনীয় জিনিসপত্র-পরিষেবা দিচ্ছেন তাদের সম্মান জানাবে গুগল।

আলোকিত রাঙামাটি