রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:৩৯, ২৭ মার্চ ২০২০

করোনার বিস্তার ঠেকাতে কাউখালীতে ছাত্রলীগের উদ্যোগে মসজিদ পরিষ্কার

করোনার বিস্তার ঠেকাতে কাউখালীতে ছাত্রলীগের উদ্যোগে মসজিদ পরিষ্কার

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাউখালী উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে করোনা প্রতিরোধে গ্রহণ করা হয়েছে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ। তারই ধারাবাহিকতায় কাউখালীর নাইল্যাছড়ি এলাকায় জীবাণুনাশক স্পের মাধ্যমে পরিষ্কার করা হয়েছে মসজিদ, দোকান ও এলাকার বিভিন্ন স্থান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) কাউখালী উপজেলা ছাত্রলীগের পক্ষ হতে কাউখালীর নাইল্যাছড়িতে উক্ত মসজিদ, দোকান ও বিভিন্ন স্থান স্পে করার মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি মো: শাহীন আলম সহ ছাত্রলীগের অন্যান কর্মীবৃন্দ।

শাহিন আলম জানান, কাউখালী উপজেলা ছাত্রলীগের পক্ষ হতে করোনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা যে যার মতো উদ্যোগি হয়ে নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য অনেক মানুষ জমায়েত হবে। এতে করোনা ভাইরাস আক্রমণের ঝুঁকি অনেক বেশি। সে কথা চিন্তা করে আমরা এলাকার প্রায় সকল মসজিদ জীবাণুনাশক স্পের মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করেছি। যাতে করে এর থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া সম্ভব হয়। তাছাড়া মসজিদে আসা মুসুল্লিদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়