রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৫৪, ৫ এপ্রিল ২০২০

করোনায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়ালো

করোনায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়ালো

ছবি: সংগৃহীত


মহামারি করোনাভাইরাসের ছোবলে বিশ্বব‌্যাপী প্রাণ হারিয়েছেন ৬৪ হাজার জন । এ সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। আর এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৮২ হাজার ৮৩৪ ছাড়িয়েছে। এছাড়ও সুস্থ হয়েছেন ২ লাখ ৪৪ হাজার ২৩২ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার দিক থেকে প্রথম দুটি দেশই ইউরোপের। এ সারিতে সবার ওপরে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ হাজার ৬৮১ জন। প্রাণহানিতে দ্বিতীয় স্থানে আছে স্পেন। দেশটিতে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৭৪৪ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত দুই লাখ ৭৭ হাজার ৫২২ জন সংক্রমিত হয়েছেন এতে। এর মধ্যে মৃত্যু হয়েছে সাত হাজার ৪০৩ জনের। করোনার উৎপত্তিস্থল চীনে ৮১ হাজার ৬৩৯ জন করোনায় আক্রান্ত, মৃত তিন হাজার ৩২৬ জন।

এদিকে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। এখন পর্যন্ত দেশে আটজন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

করোনার উৎপত্তিস্থল চীনের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে হলেও ইতালি, যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানিসহ অনেক দেশই মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারছে না। প্রতিদিন যে হারে শত শত মানুষ মরছে, তা শিউরে ওঠার মতোই।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়