রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২০

কর্ণফুলী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কর্ণফুলী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধিঃ- গুনগত শিক্ষাই পারে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দক্ষ নাগরিক তৈরি করতে। শহরের শিক্ষা প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা গ্রামাঞ্চলে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। শনিবার (১৫ ফেব্রুয়ারি) কাপ্তাইয়ের কর্ণফুলি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ডঃ সৈয়দ গোলাম ফারুক এসব কথা বলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। কলেজের প্রভাষক পলাশ মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ডঃ গাজী গোলাম মওলা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, কাপ্তাই উপজেলা আ'লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ এএইচ এম বেলাল চৌধুরী।

এ সময় রাঙ্গুনীয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, বাংগালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ফরিদ তালুকদার, কর্নফুলি সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ সিরাজউদ্দিন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই নৌ-বাহিনী কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমসহ শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়