রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:০২, ১৯ অক্টোবর ২০২০

কাউখালীতে অসহায় দুস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

কাউখালীতে অসহায় দুস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

ছবি:- আলোকিত রাঙ্গামাটি 


।।কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি।। কাউখালী উপজেলায় “আর্ত মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী" শীর্ষক ব্যাণারে হত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১৯ অক্টোবর) সকালে কাউখালী উপজেলা পরিষদ মাট প্রাঙ্গণে রাঙামাটি রিজিয়নের ব্যবস্থাপনায় ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে কাউখালী উপজেলার ৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ২টি সাবান ও ১ প্যাকেট সেমাই প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ২০ বীর বিএ-৮২৭১ মেজর  মোঃ নাজমুল হাসান।

তিনি বলেন, অসহায় ও দুস্থ মানুষের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এটি আমাদের ক্ষুদ্র একটি প্রয়াস।

তিনি আরো জানান, ভবিষ্যৎ আমরা অসহায় দুস্থদের জন্য আরো ভালো কোন প্রচেষ্টা নিয়ে হাজির হবো এবং অসহায় দুস্থদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সেবার হাত সবসময় অব্যাহত থাকবে।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ