রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৪:২৯, ২০ মে ২০২০

কাউখালীতে ঈদের ছুটিতে বহিরাগত প্রবেশ করলে ওসি কে জানানোর অনুরোধ

কাউখালীতে ঈদের ছুটিতে বহিরাগত প্রবেশ করলে ওসি কে জানানোর অনুরোধ

।। কাউখালী প্রতিনিধি ।। কাউখালীতে করোনা ভাইরাস প্রতিরোধে প্রসাশনের সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কাউখালী থানা পুলিশ।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বুধবার (২০ মে) "হ্যালো ওসি কাউখালী" ফেসবুক পেজে কাউখালীর বাহিরে অবস্থানরত সকলকে ঈদের ছুটি উপলক্ষে কাউখালীতে না আসার অনুরোধ জানান কাউখালীর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল্লাহ।

তিনি উক্ত ফেসবুক পেজে কাউখালী বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা দিয়ে সদয় অবগতির জন্য জানান, যারা এলাকার বাহিরে অর্থাৎ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আছেন ঈদ উপলক্ষে এলাকায় না আসার জন্য বলেন। তিনি বলেন, মহামারীর সময় এক এলাকা হইতে অন্য এলাকায় যাওয়া আইন অমান্য করার সামিল। 

এই আইন অমান্য করে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কেউ পাহাড়ী অঞ্চলের চোরাইপথে এলাকায় আসলে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মােতাবেক তাহাকে শাস্তি ভােগ করিতে হইবে! তিনি গােপনে এলাকায় কাহারাে আগমন ঘটিলে ওসি কাউখালী থানাকে জানানাের জন্য বিশেষ ভাবে অনুরােধ করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়