রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:০১, ১৩ ডিসেম্বর ২০২০

কাউখালীতে উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু

কাউখালীতে উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু

।। কাউখালী প্রতিনিধি ।। কাউখালী উপজেলায় নারী উদ্যোক্তা সদস্যদের ৩দিন ব্যাপী “উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” ২য় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার (১৩ ডিসেম্বর) সকালে লিন প্রকল্পের আওতায় কাউখালী উপজেলা পরিষদের অফিসার্স কল্যাণ ক্লাবে ১৬ জন নারী উদ্যোক্তা নিয়ে ৩দিন ব্যাপী প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন, লিন প্রকল্পের জেলা ব্যাবস্থাপক রাজীব দাশগুপ্ত, টেকনিক্যাল কোঅর্ডিনেটর কাজী মোজাম্মেল হোসেন ও প্রশিক্ষণের প্রশিক্ষক এবং লিন প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর জ্ঞান বিকাশ চাকমা।

প্রশিক্ষণে নারী উদ্যোক্তদের সফল করার লক্ষ্যে ও ক্ষুদ্র ব্যবসা উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করা হয়।

লিন প্রকল্পের জেলা ব্যাবস্থাপক রাজীব দাশগুপ্ত জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তাগণ ক্ষুদ্র ব্যবসায়ে উন্নয়ণের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবে এবং আশা করছি সফল নারী উদ্যোক্তা হতে প্রয়োজনীয় নির্দেশিকা যতটুকু সম্ভব আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়