রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:১২, ২০ মে ২০২০

কাউখালীতে গরুর মাংসের দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

কাউখালীতে গরুর মাংসের দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

।। কাউখালী প্রতিনিধি ।। কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দাম বেশী রাখার অপরাধে দুই মাংস ব্যবসায়ীকেই জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে কাউখালী উপজেলা সংলগ্ন বাজারে গরুর মাংসের দোকান ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজিস্ট্রেট শতরুপা তালুকদার ক্রেতার নিকট থেকে কেজি প্রতি ১০০ টাকা হারে মাংসের দাম বেশী রাখার অপরাধে ২জন মাংস ব্যবসায়ীকে ১০০০ হাজার টাকা করে মোট ২০০০ টাকা জরিমানা আদায় করেন।

উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, কাউখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহমুদুর রহমান, কাউখালী থানার এসআই মোঃ হাসান উদ্দিন, এসআই মোঃ হারুন-অর-রশিদ।

আলোকিত রাঙামাটি