রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

কাউখালী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২০

কাউখালীতে পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কাউখালীতে পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধিঃ- কাউখালী উপজেলায় পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কাউখালী থানার আয়োজনে কাউখালী উপজেলার কলমপতি ও ঘাগড়া ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্ল্যা, পুলিশ পরির্দশক(তদন্ত) মোঃ রফিকুল, রফিক জান্নাত আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজিত সভায় কাউখালী থানার অফিসার ইনচার্জ ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, জঙ্গী ও নারী নির্যাতন দমনে সবাইকে এক যোগে কাজ করার আহব্বান জানান।
তাছাড়া বাংলাদেশ পুলিশ এর এই মহতি উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন এলাকার ঘাগড়া ও কলমপতি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এ সময় বক্তারা বলেন, এই উদ্যোগ সঠিকভাবে পরিচালিত হলে সমাজ থেকে যুব সমাজ আলোর পথে ফিরে আসবে।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: