রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:২৪, ৭ ডিসেম্বর ২০২০

কাউখালীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কাউখালীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

।। কাউখালী প্রতিনিধি ।। রাঙামাটির কাউখালী উপজেলায় কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠন।

রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীনের নেতৃত্বে উপজেলার পোয়াপাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বপন কান্তি শাহা, সহ-প্রচার সম্পাদক মোঃ আলাউদ্দীন, কলমপতি ইউনিয়ন এর সাবেক সভাপতি আবু তাহের শাহাজাহান, ঘাগড়া ইউনিয়ন সভাপতি কাজী সিরাজ-উদৌলা কাউসার, কলমপতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম উদ্দীন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সস্পাদক মোঃ শফিকুর ইসলাম শরিফ(মেম্বার),উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, সহ সভাপতি থোয়াইসিমং রোয়াজা, যুগ্ম সম্পাদক মিঠুন কান্তি দাস প্রমূখ।

কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর ভার্স্কয যারা ভাংচুর করেছেন তারা দেশ ও জাতীর শত্রু। অতিদ্রুত দোষীদের গ্রেপ্তার করে বাংলার মাটিতে বিচার করতে হবে।

কাউখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম বলেন, উগ্রবাদীদের স্থান বঙ্গবন্ধুর বাংলাদেশে হবে না। যারা বঙ্গবন্ধু কে মেনে নিতে পারে নাই তাদেরকে পাকিস্তান চলে যাওয়ার আহবান করা হল। যে কোন অপশক্তি মোকাবেলা করতে ছাত্রলীগ সর্বদা প্রস্তুত। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য হামলা করেছে তাদের কে আইনের আওতায় আনা হোক, অবিলম্বে দোষীদের বাংলার মাটিতে শাস্তি দিতে হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়