রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

কাউখালী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২০

কাউখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করলো ‘ইপসা’

কাউখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করলো ‘ইপসা’

কাউখালী প্রতিনিধিঃ- ইপসা সমৃদ্ধি কর্মসূচীর আওতায় কাউখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন) এনজিও এর আয়োজনে পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় পোয়াপাড়াস্থ ইপসার কার্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করা হয়।

ইপসা এর নির্বাহী প্রধান মোঃ আরিফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাই চেয়ারম্যান নিংবাইউ মারমা, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্ল্যাহ পিপিএস, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, বিআরডিবি কাউখালী উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন, ইপসার অর্থনীতি বিভাগের পরিচালক মনজুর মোর্শদ প্রমূখ।

চিকিৎসা ক্যাম্পে প্রায় ৬০০ জন সেব প্রার্থীকে চক্ষু চিকিৎসা দেওয়া হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়