রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:২৫, ১২ অক্টোবর ২০২০

কাউখালীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা ও বিবিধ সভা অনুষ্ঠিত

কাউখালীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা ও বিবিধ সভা অনুষ্ঠিত

।।কাউখালী প্রতিনিধি।।  রাঙামাটির কাউখালী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা ও বিবিধ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে কাউখালী উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার, কাউখালী উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা সহ বিভিন্ন অধিপদপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ জনপ্রতিনিধিগণ।

আয়োজিত সভায় বক্তাগণ ধর্ষণকে করোনার থেকেও মহামারী হিসেবে অভিহিত করে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে আইনের সঠিক বাস্তবায়নের জন্য আলোচনা করা হয়।

সভায় পারিবারিক মূল্যবোধ এবং জনসচেতনতা তৈরি, নৈতিক এবং ধর্মীয় শিক্ষা হৃদয়ে ধারণ করার আহবান জানিয়ে, স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কখনো যৌন নিপিড়নের স্বীকার হলে তাৎক্ষণিকভাবে অভিভাবক এবং শিক্ষকদেরকে অবহিত করতে শিক্ষার্থীদেরকে নির্দেশ প্রদানের সুপারিশ করা হয়। 

এছাড়াও কাউখালী উপজেলায় ০৪টি যাত্রী ছাউনী স্থাপনে প্রতিটির জন্য সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকার প্রয়োজন হবে বলে উপজেলা নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র রায় উক্ত প্রস্তাব করেন।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ