রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ০৯:৪৭, ২২ ডিসেম্বর ২০২০

কাউখালীতে সচেতনার লক্ষ্যে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

কাউখালীতে সচেতনার লক্ষ্যে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

।। কাউখালী প্রতিনিধি ।। করোনাকালীন সময় হতেই কাউখালী উপজেলাকে সচেতন রাখতে বরাবরের মতই দিনরাত্রী এক করে দিয়ে নিরলস কাজ করে যাচ্ছে কাউখালী উপজেলা প্রসাশন।

তারই ধারাবাহিকতায় সোমবার (২১ ডিসেম্বর) সকালে কাউখালী উপজেলার পোয়াপাড়া বাজারে সচেতনার অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রকাশ্যে ধুমপান ও মাস্ক না পড়ার অপরাধে ১০ জনকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করেছে কাউখালী উপজেলা প্রশাসন।

এই বিষয়ে জানতে চাইলে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার জানান, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই। জনসম্পৃক্ততাই পারে প্রশাসনের এ নির্দেশ গুলো বাস্তবায়নে সফলতা আনতে। সে লক্ষে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। 

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষ মাস্ক না পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যাবস্থা নেয়া হবে এবং সচেতনার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে ।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়