রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৯:৫১, ৩০ জানুয়ারি ২০২০

কাচালং দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায়ী ও নবীন বরণ অনুষ্ঠিত

কাচালং দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায়ী ও নবীন বরণ অনুষ্ঠিত

রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং দাখিল মাদ্রাসায় নবীন ছাত্র-ছাত্রীদের বরণ ও ২০২০ সনের নবাগত দাখিল পরীক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় কাচালং দাখিল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাচালং দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মোঃ জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন, সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, বায়তুশ শরফ জাব্বারিয়া মাদ্রাসার সুপার সহ শিক্ষক-শিক্ষিকা অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত ও ২০২০ সনের দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন এবং কাচালং দাখিল মাদ্রাসাকে আলিম মাদ্রাসায় উপনিত করা সহ বিজ্ঞান বিভাগ চালুর সরকারের নিকট আবেদন করেন।

আলোকিত রাঙামাটি